পথ হারাবেন বলে অবশ্য পথে তিনি নামেনি। ভেবেছিলেন নদী পথেই গিয়েই দেখা করবেন মৎস্যজীবীদের সঙ্গে। শুনবেন তাঁদের সুখ-দুঃখের কথা। কিন্তু সেই নদী পথেই বিড়ম্বণার মুখে পড়তে হল কেন্দ্রীয় মৎস্য ও পশুপালনমন্ত্রী পুরুষোত্তম রূপালাকে। ওড়িশার চিল্কা হ্রদে প্রায় দু ঘণ্টা আটকে থাকল তাঁর নৌকা।
খুরদা জেলা থেকে পুরীর সাতপাড়া এলাকা পর্যন্ত যাবেন বলে নৌকায় যাত্রা শুরু করেছিলেন কেন্দ্রীয়মন্ত্রী-সহ বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। ওই নৌকাতেই ছিলেন আরও বেশ কয়েকজন। কিন্তু চিল্কা আসছেন বিভ্রাট। ঠিক কী হয়েছিল হ্রদের মাঝে ?
পরে পুরী গিয়ে কেন্দ্রীয়মন্ত্রী জানিয়েছেন, পথ হারিয়ে ফেলেছিলেন মাঝি। কারণ, ওই পথে তিনি প্রথমবার এসেছিলেন। ফলে হ্রদের মধ্যেই সন্ধ্যা নেমে এসেছিল। যার জেরে নির্দিষ্ট সময়ের প্রায় দু ঘণ্টা পরে গিয়ে পুরীতে হাজির হন কেন্দ্রীয়মন্ত্রী।