বিশ্ব তথা দেশের কোভিড (Covid in India) পরিস্থিতি ক্রমশ চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রের। ইতিমধ্যেই স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। দেশে ফের কোভিডের প্রবল প্রাদুর্ভাব শুরু হলে তার সঙ্গে লড়াই করার জন্য হাসপাতালগুলি প্রস্তুত কি না, সেটি দেখার জন্য আগামী ২৭ ডিসেম্বর দেশের সমস্ত বড় হাসপাতালে মক ড্রিল (Mock drill) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং একটি সরকারি হাসপাতালে উপস্থিত থেকে ওই মক ড্রিলের (Mock drill in hospitals) আয়োজন খতিয়ে দেখবেন।
আরও পড়ুন: করোনা নিয়ে উদ্বেগ, রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
উল্লেখ্য, দেশের করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার দুপুরে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বৈঠকে বসবেন স্বাস্থ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ডাকা এই বৈঠকে সমস্ত রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীদের উপস্থিত থাকতে বলেছে স্বাস্থ্যমন্ত্রক। দুপুর তিনটে নাগাদ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক করা হবে।
গত কয়েক মাস ধরেই ভারতে করোনা সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী। কিন্তু চিনে বেড়েই চলেছে করোনা সংক্রমণ (Covid-19) । দেশের দুই রাজ্যে ওমিক্রনের সাব-ভ্য়ারিয়েন্ট বিএফ.৭ হদিস মিলেছে। এই পরিস্থিতিতে উদ্বেগে রাজ্য। কারণ প্রতিবেশী রাজ্য ওড়িশাতেই এই ভ্যারিয়েন্টে আক্রান্ত দুইজনের খোঁজ পাওয়া গিয়েছে। সামনেই রয়েছে উৎসবের মরশুম। নয়া ভ্যারিয়েন্টের দাপটে যাতে রাজ্যের করোনা পরিস্থিতি যাতে ভয়াবহ না হয়ে ওঠে তা নিয়ে আগে থেকেই সতর্ক রাজ্য। গঠন করা হয়েছে কোভিড মনিটরিং কমিটি।