দারুণ গরমে গলা জিভ শুকিয়ে যাবে, জলের চেয়েও বেশি মন চাইবে ঠান্ডা কোনও নরম পানীয়, গলা ভিজিয়ে তবে শান্তি, এরকমটা কম বেশি প্রতি বারই হয়। বৈশাখ-জ্যৈষ্ঠে বাড়তে থাকে কোকাকোলার বিক্রি। কিন্তু এ বার ছন্দ পতন। অকাল বৃষ্টিতে চাহিদা কমেছে ঠান্ডা পানীয়ের, লোকসান এড়াতে রীতিমতো বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে নরম পানীয় প্রস্তুতকারক এই সংস্থাকে।
তবে, শুরুতে চ্যালেঞ্জ থাকলেও ক্রমশ মসৃণ হয়েছে পরিস্থিতি, বিক্রিও বেড়েছে বলেই জানিয়েছেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট সন্দীপ বাজোরিয়া।
Sovan-Baishakhi: ষাটে পা! গোলাপি বেলুন, লাল গোলাপ, ধূমধাম করে শোভনের জন্মদিন পালন বৈশাখীর
সম্প্রতি এক সংস্থার রিপোর্টে ডায়েট কোকে কারসিনোজেনের উপস্থিতি দাবি করা হলেও কোকাকোলার পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে পাশাপাশি এও জানানো হয়েছে, সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পর নতুন করে কোনও চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি সংস্থাকে।