ডেঙ্গি রোগীকে প্লেটলেটের বদলে মুসম্বির রস। শিরোনামে এসেছিল উত্তরপ্রদেশের বেসরকারি হাসপাতাল। সেই বেসরকারি হাসপাতালকে এবার বেআইনি নির্মাণের নোটিস পাঠাল প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটি। ২৮ অক্টোবরের মধ্যে হাসপাতাল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভবত, হাসপাতাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে।
প্রয়াগরাজের এই হাসপাতালের বিরুদ্ধে রোগীর পরিবারের অভিযোগ, ডেঙ্গি রোগীকে প্লেটলেটের বদলে স্যালাইনে মুসম্বি লেবুর রস দেওয়া হয়েছে। একটি ভিডিয়ো ভাইরাল হয়। প্রাথমিক তদন্তের পর ওই হাসপাতাল সিল করে দেওয়া হয়। উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, দোষী প্রমাণিত হলে হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্লেটলেটের প্যাকেটও পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
৩২ বছরের ডেঙ্গি রোগীকে যে প্লেটলেট দেওয়া হচ্ছিল, সেই প্যাকেটের গায়ে লেখা ছিল প্লাজমা। ওই রস দেওয়ার পরই শরীর খারাপ হতে শুরু হয় রোগীর। তড়িঘড়ি অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয় বলে অভিযোগ। কিন্তু সেখানেই ওই রোগীর মৃত্যু হয়। রোগীর মৃত্যুর পর প্রয়াগরাজের পুলিশ ১০ জনকে গ্রেফতার করে।