পাঁচ যুবককে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুরে। ঘটনায় চার অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত স্বামী এবং আরও এক যুবক পলাতক।
২০ জানুয়ারি একটি নির্মীয়মাণ বাড়ি থেকে এক মহিলার নগ্ন দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়। তদন্তকারীরা জানতে পারে, ওই মৃত মহিলার স্বামী দুবাইয়ে থাকেন। বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে তাঁকে খুন করার পরিকল্পনা করা হয়েছিল।
কী ঘটেছিল?
মৃত মহিলার বাপের বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বাপের বাড়িতে ছিলেন ওই মহিলা। তারপর কয়েকদিন আগে তাঁর এক দেওর মেলা দেখানোর নাম করে ডেকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি।
এরপর পরিবারের তরফে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। সেই ডায়েরির ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।