পরীক্ষার খাতায় লেখা 'জয় শ্রীরাম'। সঙ্গে ক্রিকেটারের নাম। এটুকু লিখেই পরীক্ষার্থীরা পেয়ে গেলেন ৫০ শতাংশ নম্বর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে। চার পরীক্ষার্থী, তাঁরা খাতায় কোনও প্রশ্নের উত্তর না লিখে নম্বর পেয়েছেন। এই আজব কাণ্ডটি ঘটেছে বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ে।
ফার্মাসি পাঠক্রমের পরীক্ষায় এমন হয়েছে। আরটিআইয়ের দৌলতে জন্য ওই ৪ পরীক্ষার্থীর খাতা ফের করে দেখা হয়। দিব্যাংশু সিং নামে এক প্রাক্তন ছাত্র রাইট টু ইনফরমেশন আবেদন করেন। এরপরই ওই পুনর্মূল্যায়ণ করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয়।
ওই পরীক্ষা করতে গিয়ে দেখা যায় ডি ফার্মার বিষয়ে ৪ পরীক্ষার্থী খাতায় একাধিক জায়গায় 'জয় শ্রীরাম' লিখেছেন। শুধু তাই নয়, খাতায় ক্রিকেটারদের নামও খুঁজে পাওয়া যায়। ওই পড়ুয়ারা প্রত্যেকেই ৫০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। সূত্রের খবর, যিনি আরটিআই করেছিলেন, সেই প্রাক্তন পড়ুয়া দিব্যাংশু সিং আরটিআইয়ের উত্তরের বিস্তারিত অংশ রাজ্যপালের কাছে পাঠিয়েছেন।