এঁটো প্লেট নিয়ে যাওয়ার সময় কিছু অতিথির গায়ে লাগে। তরুণ ওয়েটারকে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি বিয়েবাড়িতে।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম পঙ্কজ। বয়স ২৬ বছর। বিয়েবাড়ির অনুষ্ঠানে এঁটো প্লেট নিয়ে যাওয়ার সময় ভুলবশত তা কিছু লোকজনের গায়ে লাগে। তাতেই ওই ওয়েটারের প্রতি ক্ষুব্ধ হন অতিথিরা। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর তাঁর দেহ ঝোপে লুকিয়ে রাখা হয়।
মৃত ওয়েটারের মা পুলিশকে জানিয়েছেন, বিয়েবাড়ির কাজে গিয়েছিল ছেলে। কিন্তু আর ঘরে ফেরেনি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ওই বিয়েবাড়ির অতিথিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তিনজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।