রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের নিন্দায় এবার সরব মার্কিন কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রো খন্না। তাঁর কথায়, রাহুল গান্ধীকে সাংসদ পদ থেকে সরানোয় গান্ধীবাদী দর্শনের অবমাননা করা হয়েছে। ভারতের মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এই যুক্তি দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের গণতন্ত্রের স্বার্থে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি।
প্রসঙ্গত, খন্নার দাদু অমরনাথ বিদ্যালঙ্কার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন। গান্ধীবাদী আদর্শের সমর্থন করেই অমরনাথ বাবু বছরের পর বছর জেল খেটেছিলেন বলেও জানান খন্না। উল্লেখ্য, ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় বৃহস্পতিবার রাহুলকে ২ বছরের কারাদণ্ড শুনিয়েছে গুজরাতের সুরাট জেলা আদালত। তার পরেই তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। লোকসভার এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছে কংগ্রেস।