আমেরিকার নাগরিকদের মণিপুর, জম্মু কাশ্মীর, ছত্তিশগড়, ভারত-পাক বর্ডার সহ বেশ কয়েকটি এলাকায় বেড়াতে যেতে নিষেধ করল সেই দেশের সরকার। ভারতে বেড়াতে আসা নাগরিকদের জন্য যে ভ্রমণ নির্দেশাবলী জারি করা হয়েছে সেখানেই এই বিষয়ে জানানো হয়েছে। মূলত মাওবাদী অধ্যুষিত এলাকা এবং এখনও যেখানে হিংসার ঘটনা ঘটছে সেখানে যেতে নিষেধ করা হয়েছে।
ওই নির্দেশাবলীতে কী জানানো হয়েছে?
ভ্রমণ সংক্রান্ত যে নির্দেশাবলী জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে, "অপরাধ এবং হিংসার জন্য এই নয়া নির্দেশ দিয়েছে। কয়েকটি এলাকায় ঝুঁকি খুবই বেড়ে গিয়েছে।"
বিভিন্ন তথ্যে প্রকাশ মার্কিন নাগরিকদের ভ্রমণের সুরক্ষার নিরিখে ভারতকে লেভেল ২-এ রাখা হয়েছে। কিন্তু বেশ কিছু এলাকাকে লেভেল ৪ এ রাখা হয়েছে। জম্মু ও কাশ্মীর, ভারত-পাক সীমান্ত, মণিপুর এবং ছত্তীশগড়। এছাড়াও ওড়িশা সহ মধ্য ও পূর্ব ভারতের কয়েকটি এলাকাও রয়েছে লেভেল ৪ এর মধ্যে।
কী বলা হয়েছে আমেরিকার তরফে?
আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, সন্ত্রাসবাদ এবং রাজনৈতিক অস্থিরতা রয়েছে ভারতের বিভিন্ন এলাকায়। তার মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চল, মণিপুর, ভারত-পাক সীমান্ত। সেই কারণেই ওই সব এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।