সাংবাদিক সেজে এসেছিল আততায়ীরা । আতিকের বাইট নেওয়ার সময়ই খুব কাছ থেকে আতিক ও তাঁর ভাইকে গুলি করে তারা । এমনই দাবি উত্তরপ্রদেশ পুলিশের । এদিকে, গোটা ঘটনায় রাজ্যে জারি হয়েছে ১৪৪ ধারা । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ খুনের তদন্তে তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করেছেন ।
উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, আতিক ও তাঁর ভাইকে মেডিক্যাল পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাঁদের প্রশ্ন করছিল । অভিযুক্ত তিনজন সাংবাদিকদের মধ্যেই মিশেছিল বলে দাবি পুলিশের । ‘বাইট’ নেওয়ার ভান করে তারা গুলি চালায় । পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক জন সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিনিধি। অন্য জন পুলিশেরই এক কনস্টেবল ।
আতিক খুনের সেই ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে । ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের গাড়ি থেকে নামছে আতিক ও তাঁর ভাই । হাতে হাতকড়া । তাঁদের ঘিরে রয়েছে পুলিশ । গাড়ি থেকে নামতেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতেই হাসপাতালের দিকে এগোচ্ছিলেন । সেই সময় পিছন থেকে আচমকা কয়েক জন তাঁদের মাথা লক্ষ্য করে গুলি করেন । সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন আতিফ ও তাঁর ভাই । তারপরেও গুলি চালিয়ে যায় ওই দুষ্কৃতীরা । ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের ।