অভিনব নৌকা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে অযোধ্যায়। জানা গিয়েছে, দেশের সর্বপ্রথম সৌর শক্তিতে নৌকা চলবে সরযু নদীতে। তার জন্য ইতিমধ্যে যাবতীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
কীভাবে তৈরি?
উত্তরপ্রদেশ সরকারের তরফে এই বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, সৌরশক্তিতে চালানোর জন্য দেশের বিভিন্ন রাজ্য থেকে যন্ত্রাংশ নিয়ে যাওয়া হয়েছে। এবং সরযু নদীতেই ওই যন্ত্রাংশগুলিকে একত্র করে নৌকার রূপ দেওয়া হবে।
কবে উদ্বোধন
ইতিমধ্যে একটি নৌকার গঠন সম্পূর্ণ হয়েছে। এবং পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। তবে ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগেই ওই বিশেষ নৌকা উদ্বোধন করতে পারেন যোগী আদিত্যনাথ।
Read More- কোভিডের থেকে আরও ভয়ঙ্কর, মহামারির আকার নিতে পারে ডিজিস এক্স
মূলত অপ্রচলিত শক্তি এবং দূষণ নিয়ন্ত্রণের জন্য সৌরশক্তিতে নৌকা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই নৌকার ১০০ শতাংশই সৌরশক্তিতে পরিচালিত হবে।