রিসর্টের কর্মী বছর উনিশের এক যুবতীকে খুনের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা বিনোদ আরিয়ার ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনার সাক্ষী থাকল উত্তরাখন্ড। সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল হতেই গ্রেফতার করা হয় রিসর্টের দুই কর্মীকে। তাঁদের জেরার পর গ্রেফতার করা হয় ওই বিজেপি নেতার ছেলেকে। পরিবারের অভিযোগ, অঙ্কিতাকে লাগাতার কুপ্রস্তাব দিত পুলকিত, কিন্তু তাতে রাজি না হওয়ায় খুন করা হয় তাঁদের মেয়েকে।
জানা গিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন রিসর্টের রিসেপশনিস্ট অঙ্কিতা ভান্ডারি। নিখোঁজ তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শুরু হয় পুলিশি তদন্ত। সন্দেশের বশেই রিসর্টের ম্যানেজার সৌরভ ভাস্কর ও সহকারী অঙ্কিত গুপ্তকে জেরা করা হয়। সেই জিজ্ঞাসাবাদে তাঁরা তদন্তকারীদের কাছে স্বীকার করেন, পুলকিতের নির্দেশে তাঁরাই অঙ্কিতাকে খুন করে দেহ খালে ভাসিয়ে দিয়েছেন। এরপরেই বাকি দু'জনের সঙ্গেই বিজেপি নেতার ছেলেকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত এসপি শেখরচন্দ্র সুয়াল জানান, ‘‘ওঁরা খুনের কথা স্বীকার করেছেন। অঙ্কিতার দেহ পাউরির চিলা খালে ভাসিয়ে দিয়েছেন বলেও জানান অভিযুক্তরা।’’
উল্লেখ্য, পুলকিতের বাবা বিনোদ আরিয়া হরিদ্বারের এক নামকরা বিজেপি নেতা। একসময় উত্তরাখণ্ডের মাটি কলা বোর্ডের চেয়ারম্যান পদেও ছিলেন এই আরিয়া। বিজেপি সূত্রে খবর, বর্তমানে কোনও সরকারি পদে না থাকলেও একজন ক্যাবিনেট মন্ত্রীর চেয়ে তাঁর দাপট কোনও অংশে কম নয়।