উত্তরাখণ্ডের মন্ত্রিসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধির বিল। সূত্রের খবর, আগামী মঙ্গলবার রাজ্যের বিশেষ অধিবেশনেই পেশ করা হবে এই বিল। দেশের প্রথম রাজ্য হিসেবে এই বিল বিধানসভায় পেশ করবে উত্তরাখণ্ড। অধিবেশনে এই বিল পাশ হয়ে যাবে বলেই অনুমান ওয়াকিবহাল মহলের।
জানা গিয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি বিলের খসড়া পাঠানো হয়েছিল ৫ সদস্যের কমিটির কাছে। সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই সেই কমিটির নেতৃত্বে ছিলেন।
সূত্রের খবর, ওই বিলে বহু বিবাহ ও বাল্যবিবাহ বন্ধ করার সুপারিশ করেছে কমিটি। সব ধর্মের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স একই রাখতে হবে। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রেও সব ধর্মাবলম্বীদের একই নিয়মাবলী পালন করতে হবে। অভিন্ন দেওয়ানি বিধিতে আইনি বৈধতা পেতে পারে লিভ ইন সম্পর্কও।