২০২২ বিধানসভা নির্বাচনের আগেই ঘোষণা হয়েছিল। ভোটে জিতে আসার পর জোরকদমে কাজও শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। অবশেষে প্রতিশ্রুতি মতো অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। দেশের প্রথম রাজ্য হিসেবে এই সিদ্ধান্ত নেবে উত্তরাখণ্ড।
আগামী সপ্তাহে উত্তরাখণ্ড বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে চলেছে সরকার। সূত্রের খবর, বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে তৈরি অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পাশের উদ্দেশ্যেই ওই অধিবেশন ডাকা হচ্ছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে যাবে। সূত্রের খবর, অভিন্ন দেওয়ানি বিধির খসড়া অনুযায়ী, বহুবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। লিভ-ইন সম্পর্ককে আইনিভাবে নথিভুক্ত করার বিধান দেওয়া হবে।
পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের মধ্যেই এই নয়া নীতির প্রস্তাব উত্তরাখন্ড সরকারের। মধ্যপ্রদেশ, রাজস্থানে ভোট এখনও বাকি। ছত্তিশগড়েও একদফায় ভোট বাকি আছে। এই পাঁচ রাজ্যের নির্বাচন লোকসভার সেমিফাইনাল বিজেপির কাছে। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে ধীরে ধীরে দেশজুড়ে UCC চালুর প্রক্রিয়া শুরু করে দিল বিজেপি সরকার।