মেয়ের বিয়ে। মূল অনুষ্ঠানের আগে মেহেন্দির আসর (Mehendi Ceremony) বসেছিল। চলছিল নাচ-গান। আচমকাই বিয়ের আনন্দের সানাই বদলে গেল বিষাদের সুরে। মেহেন্দির সময় নাচতে আচমকাই পড়ে গেলেন কনের বাবা। আর ওঠেননি।
হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসা শুরু করার আগেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) আলমোরা জেলায়। পুলিশ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মৃতদেহ।
আরও পড়ুন- দু'বস্তা গম চুরির শাস্তি, যুবককে ট্রাকের ইঞ্জিনে বেঁধে টানার অভিযোগ পাঞ্জাবে
পরিবার সূত্রের খবর, আলমোড়াতে মেহেন্দির অনুষ্ঠান হলেও হালদোয়ানি শহরে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেখানে পৌঁছে গিয়েছিলেন পরিবারের বাকি লোকজন, আত্মীয়-স্বজন। এর মধ্যেই মেহেন্দির অনুষ্ঠানে মৃত্যু হয় কনের বাবার। যদিও প্রৌঢ়ার মৃত্যুর পরেও বিয়ে বাতিল করা হয়নি। নির্ধারিত দিনেই কোনও রকমে বিয়ে সারেন সদ্য পিতৃহারা কন্যা। বাতিল করে দেওয়ায় বাকি সব আয়োজন।