আজ থেকে সারা দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের কোভিড টিকাকরণ শুরু হচ্ছে। এর জন্য রবিবার সন্ধ্যা পর্যন্ত দেশ জুড়ে কোউইন অ্যাপে ৬.৩৫ লক্ষ কিশোর-কিশোরীর নাম নথিভুক্ত হয়েছে। ১ জানুয়ারি থেকেই ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণের জন্য নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হয়ে গিয়েছে৷
আপাতত ১৫ থেকে ১৮ বছর বয়সিদের শুধুমাত্র কোভ্যাক্সিন টিকাই দেওয়া হবে৷ প্রথম ডোজের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ২০০৭ বা তার আগে জন্মানো কিশোর কিশোরীরাই টিকা নেওয়ার জন্য নাম রেজিস্ট্রেশন করতে পারবে এখন।
কেন্দ্রের হিসেব অনুযায়ী, দেশজুড়ে ১৫ থেকে ১৮ বছর বয়সি ১০ কোটি শিশু টিকা নেওয়ার যোগ্য।