আগামী মাসের শেষ সপ্তাহ নাগাদ ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকা(Vaccine) দেওয়া শুরু করবে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ১৫ থেকে ১৮ বছর বয়সিদের জন্য দেওয়া হবে দ্বিতীয় টিকা(2nd dose vaccine)। সোমবার একথা জানান কোভিড(Covid) টিকাকরণ সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এনকে অরোরা(NK Arora)।
১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণ(Vaccination) কর্মসূচিতে যথেষ্ট সাড়া পাওয়া গেছে বলেও জানিয়েছেন অরোরা(NK Arora)। জানা গেছে, প্রথম দিনেই প্রায় ৪২ লক্ষেরও বেশি কিশোর-কিশোরীকে টিকা(Vaccine) দেওয়া সম্ভব হয়েছে। এর পাশাপাশি, টিকাকরণ কর্মসূচির বর্ষপূর্তিতে ১৬ জানুয়ারি বিশেষ ডাকটিকিট প্রকাশ পেয়েছে।
জানা গেছে, এখনও পর্যন্ত দেশের প্রায় ৭০% পূর্ণবয়স্ক মানুষ কোভিড(Covid) টিকা নিয়েছেন। ১ মার্চ থেকে দ্বিতীয় দফার টিকাকরণ(Vaccination) কর্মসূচি শুরু হওয়ার কথা।