বন্দেভারত এক্সপ্রেসে থাকবে স্লিপার কোচ। এমনটা শোনা গিয়েছিল কয়েকমাস আগেই। এবার প্রথম প্রকাশ্যে এল বন্দে ভারত স্লিপার কোচের অন্দরের ছবি। যে ছবি দেখে মনে করা হচ্ছে, দেশের যে কোনও ট্রেনের স্লিপার কোচকে টেক্কা দেবে বন্দেভারত এক্সপ্রেস।
ডিসেম্বর থেকে দেশে পরীক্ষামূলক ভাবে চালু হবে বন্দেভারত এক্সপ্রেসের স্লিপার কোচ। তার আগে বেঙ্গালুরুতে কেমন কাজ চলছে, দেখতে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। জানা গিয়েছে, বন্দেভারত এক্সপ্রেসের এই মডেলে ১৬টি কোচ থাকবে। তার মধ্যে থ্রি টিয়ার কোচ থাকবে ১১টি। ৬১১টি বার্থ থাকবে। ৪টি টু টিয়ার কোচে ১৮৮টি বার্থ থাকবে। প্রথম শ্রেণির কোচ থাকবে একটি। ২৪টি বার্থ থাকবে।
ইউরোপের ট্রেনগুলিতে যেসব সুবিধা থাকে, তেমন ভাবেই তৈরি করা হচ্ছে বন্দেভারতের এই নতুন কোচ। জানা গিয়েছে, স্টেনলেস স্টিল দিয়ে এর সিট তৈরি হবে। এসি ফাস্ট ক্লাসে থাকবে গরম জলে স্নান করার ব্যবস্থাও। প্রতি সিটের সঙ্গে থাকবে ইউএসবি চার্জিং পয়েন্ট। ইন্ট্রিগ্রেটেড রিডিং লাইটের ব্যবস্থাও থাকবে। লাগেজ রুমেরও ব্যবস্থা থাকবে ট্রেনে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই ট্রেনে। যার ফলে যাত্রীরা কোনও ঝাঁকুনি অনুভব করতে পারবেন না।
৮০০-১২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই নতুন ট্রেন। জানা গিয়েছে, হাওড়া-দিল্লি, হাওড়া মুম্বই, হাওড়া-চেন্নাই, হাওড়া সেকেন্দ্রাবাদ, হাওড়া-বেঙ্গালুরুর মতো রুটে এই নতুন বন্দেভারত ট্রেন চলতে পারে। তবে কোনও রুটই এখনও চূড়ান্ত হয়নি।