ব্যাঙ্ক প্রতারণা মামলায় ভিডিয়োকনের মালিক বেণুগোপাল ধুত গ্রেফতার। ICICI ব্যাংক থেকে ৩,২৫০ কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার অভিযোগে সোমবার বেণুগোপালকে গ্রেফতার করল CBI । এই কাণ্ডে গত সপ্তাহেই ব্যাঙ্কের প্রাক্তন CEA তথা এমডি চন্দা কোছরকে গ্রেফতার করেছে CBI। ছন্দার স্বামী দীপককে গ্রেফতার করে ইডি।
CBI এর তরফে রবিবার চন্দা এবং তাঁর স্বামীকে বিদেশ আদালতে হাজির করা হয়। এরপরপই সোমবার গ্রেফতার হন বেণুগোপাল। চন্দা কোছর ও তাঁর স্বামীর বিরুদ্ধে বেআইনিভাবে ৩,২৫০ কোটির ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ।
West Bengal Covid Situation: করোনা মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্য? জানতে চাইল কেন্দ্র
সিবিআইয়ের অভিযোগ, ৪ বছর আগে বেণুগোপাল ধুতের ভিডিয়োকন গোষ্ঠীকে ওই বিপুল পরিমাণ অর্থ বেআইনি ভাবে ঋণ পাইয়ে দিয়েছিলেন তাঁরা । এর জন্য ICICI ব্যাঙ্কের নিয়মনীতি ভেঙেছিলেন চন্দা । চন্দার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনে সিবিআই। পাশাপাশি,সিবিআইয়ের এফআইআরের ভিত্তিতে চন্দা, দীপক-সহ বেণুগোপালের বিরুদ্ধে কালো টাকা লেনদেন প্রতিরোধ আইনে মামলা রুজু করে ইডি ।