মঙ্গলযান এবং চন্দ্রযানের সাফল্যের পর ভারতের চোখ এবার পড়শি গ্রহের দিকে। যাকে কিনা পৃথিবীর যময গ্রহ হিসেবেও চেনেন মহাকাশ বিজ্ঞানীরা। শুক্র গ্রহে পাড়ি দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করল ভারত।
পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ মঙ্গল, তারপরেই সবচেয়ে কাছের শুক্র, পৃথিবী থেকে দুরত্ব ৩ কোটি ৮০ লাখ কিলোমিটার। সেই গ্রহেই এবার মহাকাশ যান পাঠানোর পরিকল্পনা নিয়ে জোর কদমে এগোচ্ছে ইসরো। শুক্র গ্রহে মহাকাশযান পাঠানো এবং মহাকাশ স্টেশন নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্র।
সব ঠিক থাকলে ২০২৮ সালেই শুক্রে মহাকাশযান পাঠাবে ভারত। শুক্র যান জন্য কেন্দ্রের বরাদ্দ থাকছে ১ হাজার ২৩৬ কোটি টাকা। ‘ভেনাস অরবিটার’ বা ‘শুক্রযান’ নামের মহাকাশযানটি শুক্রের কাছাকাছি একটি নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমা করবে। কত বড় হবে সেই শুক্র যান? ছোটই বলা যায়, ওজন হবে ১০০ কেজি মতো।
সূর্যের কাছে হওয়ায় শুক্রের তাপমাত্রাও অনেক বেশি। প্রায় ৪৬৪ ডিগ্রি সেলসিয়াস। গঠনের দিক থেকে মিল থাকলেও এর বায়ুমণ্ডল পৃথিবীর চেয়ে আলাদা। রুক্ষ পরিবেশ এবং ঘন বায়ুমণ্ডলযুক্ত শুক্র মানুষের বাসযোগ্য নয়। এই গ্রহের ৯৬.৫ শতাংশ কার্বন-ডাই-অক্সাইডে ভরা।