রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের শরীরী ভাষা নকল করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সেই অঙ্গভঙ্গি রেকর্ড করে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের (Vice-President Dhankhar ) রোষানলে পড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জগদীপ ধনখড়ের পাল্টা অভিযোগ, 'গোটা ঘটনা অত্যন্ত নিন্দনীয়, বিরক্তিকর এবং লজ্জাজনক। সব কিছুর সীমা থাকা উচিত। একজন সিনিয়র সাংসদ ব্যাঙ্গ করছেন এবং অপর একজন সেটির ভিডিয়ো করছেন, এই ঘটনা দুর্ভাগ্যজনক।'
আরও পড়ুন - সংসদ ভবন চত্বরে জগদীপ ধনখড়কে নকল! বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
সংসদের দুই কক্ষ থেকে সোমবারের পর মঙ্গলবারেও প্রায় ৫০ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। এর পরেই সংসদ ভবনের সামনেই অবস্থান বিক্ষোভে বসেন বিরোধী সাংসদরা। সেখানেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের শরীরী ভাষা নকল করেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।