ফোর্ট কোচি বিচের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, কয়েকজন রুশ মহিলা সমুদ্রে নামার আগে বিচ পরিষ্কার করছেন। তাঁদের সামনেই দাঁড়িয়ে আছেন অল কেরালা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সি সথিশ। তিনি পরে জানিয়েছেন, কেরলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিচ পরিষ্কার করছেন বিদেশি পর্যটকরা, এই ঘটনা ভীষণ লজ্জার।
ওই বিদেশি পর্যটকরা যাবতীয় আবর্জনা জড়ো করে সেই ব্যাগের উপর একটি বার্তাও দিয়ে গিয়েছেন৷ তাতে লেখা, 'তোমার জীবন সাফ করো, আবর্জনা সংগ্রহ করো, পকেট ভর্তি করো, তারপর পুড়িয়ে দাও বা মাটিচাপা দাও।'
এই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা৷ কেউ ফোর্ট কোচির আবর্জনা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন, কেউ বলেছেন, বিদেশিরা এসে আবর্জনা সাফ করছেন, অথচ স্থানীয় কাউন্সিলর আবর্জনাভরা ব্যাগটিও সরাতে পারছেন না!
এই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছে কেরলের পর্যটন দফতর৷ বিচের সাম্প্রতিক পরিস্থিতি জানতে চাওয়া হয়েছে।