ছেলেরা যদি পারে, তাহলে মেয়েরা কেন নয়? সে ক্রিকেট মাঠে হোক বা জীবনের অন্য ক্ষেত্রে। বিরাট কোহলি যেমন কিংবদন্তি, ঠিক তেমনই ঝুলন গোস্বামীও। কাশ্মীরের এক ছোট্ট মেয়ে নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ভীষণ সত্যি কথাটা।
কাশ্মীরের সোপোর জেলার একটি ভিডিও। ভয়ঙ্কর সুন্দর ভূস্বর্গে প্রকৃতির কোলে একদল ক্রিকেট খেলছে। ব্যাট হাতে একটি ছোট্ট মেয়ে। ভিডিও জুড়ে তার রণংদেহী ব্যাটিং। বোলারের হাত থেকে কেবল বল পড়ার অপেক্ষা। একের পর এক অতিকায় ছক্কা হাঁকাচ্ছে বছর দশেকের এক মেয়ে।
Abhishek Banerjee: মমতা কী দিয়েছেন, কী দেননি মোদী, বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে বললেন অভিষেক
এই ছোট্ট মেয়েটিই হয়তো একদিন হয়ে উঠবেন আগামী হরমনপ্রীত! আশা করতে দোষ কী!