কলেজে হিজাব বনাম গেরুয়া চাদর বিতর্কে উত্তাল কর্নাটক (Hijab Vs Saffron Scarf Row )। মান্ড্যর কলেজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক বোরখা পরিহিতা ছাত্রীকে, জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে গেরুয়া চাদর পরা এক বিরাট সংখ্যক ছেলের দল রীতিমতো হেনস্থা করছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।
মুসলিম (Muslim) ছাত্রীটিকেও ঘুরে দাঁড়িয়ে 'আল্লাহু আকবর' বলে চিৎকার করতে দেখা গিয়েছে। এরপর সে ফের কলেজ ভবনের দিকে এগোলে ওই গেরুয়া চাদর পরা ছেলেদের দল তাকে অনুসরণ করতে থাকে। ওই ছাত্রীকে এরপর ক্যামেরার সামনে চিৎকার করে এই বিষয়ে অভিযোগ জানাতে দেখা যায়।
রাজ্যজুড়ে শান্তি বজায় রাখার আর্জি জানিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai)টুইট করে আগামী ৩ দিন কর্নাটকের সমস্ত স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছেন।
মঙ্গলবারই কর্নাটক হাইকোর্টে (Karnataka Highcourt), হিজাব মামলার শুনানি শুরু হয়েছে। গত শনিবারই, কর্নাটক সরকার স্কুল কলেজে হিজাব বা বোরখা পরা নিষিদ্ধ করেছে।
কর্নাটকের কলেজে হিজাব বা বোরখা পরা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল গত জানুয়ারি মাসে। উদুপির এক সরকারি গার্লস কলেজের ছয়জন শিক্ষার্থী অভিযোগ করেছিলেন, বোরখা পরার জন্য তাদের ক্লাসে যেতে বাধা দেওয়া হয়েছে।