ভারতের ক্রিকেটের দেশ। যেখানে বাকি খেলা গৌন। গ্রামীণ ক্রীড়াকে আগে আনতে মরিয়া কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান অলিম্পিক, এশিয়ান গেমসের মতো বড় আসর থেকে আরও বড় পদক পান ভারতীয়রা। সেখানে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে কবাডি খেলোয়াড়দের সঙ্গে যে ব্যবহার করা হল, সেই ভিডিও ভাইরাল হতে হতবাক গোটা দেশ। একটি নয়, একাধিক ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যার একটারও সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
কী দেখা যাচ্ছে ভিডিওতে ? দেখা যাচ্ছে একটি ঘরের ইতি-উতি ছড়িয়ে রয়েছে ভাত-তরকারি। মাটি থেকেই সেই খাবার খাচ্ছেন যুব কবাডি খেলোয়াড়রা। ক্যামেরা প্যান করতেই চোখ কপালে ওঠে। ওটা ঘর নয়, আদতে শৌচাগার। সেখানেই ভবিষ্যতের কবাডি খেলোয়াড়দের জন্য খাবার রাখার ব্যবস্থা করা হয়েছে। এক মিনিটের বেশি সময়ের এই ভিডিওতে দেখা গিয়েছে ওই ঘরে রয়েছে হাত ধোয়ার বেসিন, প্রস্রাবের জায়গা সবকিছু।
ভাবতে অবাক লাগে কবাডি ভারত বিশ্বচ্যাম্পিয়ন। এশিয়ান গেমসে সোনাও আছে। জানা গিয়েছে, এই ভিডিও গত ১৬ সেপ্টেম্বরের। পিটিআইয়ের খবর, ওই দিন উত্তরপ্রদেশের সাহারানপুরে মেয়েদের কবাডি প্রতিযোগিতা ছিল। সেই কবাডি খেলোয়াড়দের জন্য খাবার রাখা হয়েছিল শৌচাগারে।
ভিডিও ভাইরাল হতেই ঘটনার নির্দেশ দিয়েছে যোগী সরকার। বরখাস্ত করা হয়েছে জেলার ক্রীড়া আধিকারিককে। তবে বরখাস্তের আগে এক অকাট্য যুক্তি দিয়েছেন সাহারানপুরের জেলার ক্রীড়া আধিকারিক অমিত সাকসেনা। তাঁরা দাবি, ওটা শৌচাগার নয়, মেয়েদের পোশাক বদালোর ঘর। কিন্তু তাতে বেসিন এবং প্রস্রাবের জায়গা কেন, তার উত্তর দিতে পারেননি বরখাস্ত ওই কর্তা।