‘চান্দ নজর আয়া’, ইসরোর মহাকাশযান চাঁদ দেখে ফেলেছে অনেক আগেই, এবার পালা চাঁদ ছোঁয়ার। সব ঠিক থাকলে বুধবারেই চাঁদে নামবে চন্দ্রযান ৩। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষারত। এবার আরও সহজেই আপনিও সাক্ষী থাকতে পারবেন এই ইসরোর এই ইতিহাস তৈরিতে। বিক্রমের ল্যান্ড সরাসরি দেখা যাবে ফেসবুক লাইভেই।
মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে, বুধবার সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদে নামবে ল্যান্ডার বিক্রম। ইসরোর ওয়েবসাইট (isro.gov.in), ফেসবুক (facebook.com/ISRO), ইউটিউবে সরাসরি দেখা যাবে লাইভ।