Vinesh-Bajrang Join Congress: খেলা থেকে এবার রাজনীতিতে! কংগ্রেসে যোগ দিলেন ভিনেশ ফোগত ও বজরং পুনিয়া

Updated : Sep 04, 2024 16:31
|
Editorji News Desk

খেলার মাঠ থেকে এবার রাজনীতির ময়দানে! কংগ্রেসে যোগ দিলেন ভারতের দুই কুস্তিগীর ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়া। বুধবার নয়াদিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে কংগ্রেসে যোগ দিলেন ভারতের কুস্তি জগতের এই দুই তারকা। আগামী মাসে হরিয়ানা বিধানসভা নির্বাচনে দু’জনেই প্রার্থী হচ্ছেন।

জানা গিয়েছে, হরিয়ানার ঝুলনা আসন থেকে প্রার্থী হতে পারেন ভিনেশ। অপরদিকে, বজরং পুনিয়া প্রার্থী হবেন বদলি আসনে। কংগ্রেসের কংগ্রেস নেতৃত্বের আশা, দুই তারকা কুস্তিগির দলে যোগ দেওয়ায় হরিয়ানার সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা আরও বাড়বে।

উল্লেখ্য, হরিয়ানার কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন ফোগত। ফলে কৃষকদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। যার সুফল দল পাবে বলে কংগ্রেস নেতৃত্ব মনে করছে।

হরিয়ানা-দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলনস্থলে গত সপ্তাহেই গিয়েছিলেন ফোগত। নিজেকে আন্দোলনকারীদের ‘সন্তান’ বলে তুলে ধরেছিলেন।

ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়ার কংগ্রেসে যোগদান বেশ কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ। কারণ দুজনকেই নির্বাচনী প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে, আম আদমি পার্টির সঙ্গে আসন ভাগাভাগির জল্পনাও আপাতত তুঙ্গে রয়েছে।

আশা করা হচ্ছে, ভারতের এই দুই হাই প্রোফাইল অ্যাথলিট কংগ্রেসের লড়াইয়ের সম্ভাবনাকে আরও আশাপ্রদ করে তুলতে পারবেন।

উল্লেখ্য, বিতর্কিত সিদ্ধান্তের জন্য এবার অলিম্পিক পদক হাতছাড়া হয় ফোগতের। মাত্র ১০ গ্রাম ওজন বেশি হওয়ার কারণে তাঁকে বাতিল করা হয়। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন জানিয়েও লাভ হয়নি।  

Congress

Recommended For You

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর