Protest against Agnipath in Bihar: লাঠি-ইট-কাঁদানে গ্যাসে অগ্নিগর্ভ বিহার, অগ্নিপথের বিরোধিতায় পথে মানুষ

Updated : Jun 23, 2022 13:33
|
Editorji News Desk

কেন্দ্রের 'অগ্নিপথ' প্রকল্পের(Agnipath Project) বিরোধিতায় দেশ জুড়ে ক্রমশ সুর চড়াচ্ছেন চাকরিপ্রার্থীরা। এবার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধে নেমেছেন বিহারের কর্মপ্রার্থীরা (Job aspirants protest in Bihar)। অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে সে রাজ্যের নানা প্রান্তে শুরু হয়েছে প্রবল বিক্ষোভ। ক্রমশ যা হিংসাত্মক হয়ে ওঠায় আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

বুধবারের পর বৃহস্পতিবারও বিহারের বিভিন্ন জেলায় এই প্রকল্পের বিরোধিতায় রাস্তায় নামেন কর্মপ্রার্থীরা। নওয়াদা, ছাপরা, বেগুসরাই, আরা, মুঙ্গের, জেহানাবাদের মতো এলাকায় বিক্ষোভের আগুন জ্বলে। ছাপরায় ট্রেনেও আগুন ধরানোর অভিযোগ উঠেছে। নীতীশ কুমার সরকারের(Nitish Kumar Govt) পুলিশ বাধা দিতে গেলে বেধেছে সংঘর্ষ। লাঠি ও কাঁদানে গ্যাসে কয়েক জন বিক্ষোভকারীর আহত হওয়ার ঘটনাও ঘটেছে আরা এবং জেহানাবাদে। 

এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi Govt.) বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। সড়কের পাশাপাশি রেল অবরোধও করা হয়। টায়ার জ্বালানো, পাথর ছোড়া, গাড়ি ও ট্রেন ভাঙচুরের(violent protest in Bihar) মতো অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে।  ট্রেনলাইনের উপরে জ্বালানো হয়েছে আগুন।

আরও পড়ুন- Protest against Agneepath Scheme: 'অগ্নিপথ প্রকল্প'- এর বিরোধিতায় বিভিন্ন রাজ্যে বিক্ষোভে চাকরিপ্রার্থীরা

মঙ্গলবার অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ(Rajnath Singh)। ওই প্রকল্পে সাড়ে ১৭-২১ বছরের তরুণ-তরুণীরা চার বছরের জন্য মাসিক ৩০-৪৫ হাজার টাকার চুক্তির ভিত্তিতে সশস্ত্র বাহিনীর তিন শাখায় (স্থল, নৌ এবং বায়ুসেনা) যোগ দিতে পারবেন। তাঁদের বলা হবে ‘অগ্নিবীর’(Agnibir)। সেনায় শূন্য পদ ও যোগ্যতার ভিত্তিতে চতুর্থ বছরের শেষে সেই ব্যাচের সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিদের ১১-১২ লক্ষ টাকা হাতে দিয়ে পাঠানো হবে অবসরে। থাকবে না কোনও পেনশন।

violent protestsAgnipath schemeNarendra Modi government

Recommended For You

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন