মেট্রো রেলের কামরায় নানারকম ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার ঘটনা বারবার ঘটতে থাকায় মেট্রো রেলে ভিডিয়ো শুট করার ব্যাপারে একাধিকবার কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। কিন্তু, ভাইরাল হওয়ার নেশায় কে আর পরোয়া করে নিষেধাজ্ঞার! এবার দিল্লি মেট্রোর ভিতরে দুই মহিলার পোল ডান্স করার ভিডিয়ো ভাইরাল হওয়ায় ফের সমালোচনার ঝড় বয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
'হাসনা জরুরি হ্যায়' নামের এক ইউজার টুইটারে সংশ্লিষ্ট ভিডিয়োটি শেয়ার করেন। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে বিখ্যাত হিন্দি সিনেমা 'সুহাগ'-এর জনপ্রিয় গান 'ম্যায়ঁ তো বেঘর হুঁ'-এর সঙ্গে গলা মিলিয়ে নাচছেন দুই তরুণী। মেট্রোর স্ট্যান্ডিং রড ধরে একজন বসে পড়ছেন কামরার মেঝেতে এবং তারপর ঘুরতে আরম্ভ করেন। তার সঙ্গে থাকা অপর তরুণীও ঘুরতে আরম্ভ করেন স্ট্যান্ডিং রড ধরে।
'এর আগে চুমু ও মারামারির সাক্ষী থেকেছিল দিল্লি মেট্রো। এবার সাম্প্রতিকতম সংযোজন হল পোল ডান্স', লেখা হয় ওই পোস্টের ক্যাপশনটিতে।
এই পোস্টের পরেই তীব্র সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।