হাতি, ঘোড়া, হনুমান...এসব পশুদের নিজের হাতে খাইয়েছেন তো অনেকেই । কিন্তু, কোনও দিন সামনে থেকে বাঘকে খাওয়ানোর কথা ভেবেছেন ? হ্যাঁ ভাবতে পেরেছেন এক ব্যক্তি । শুধু ভাবা না, করেও দেখিয়েছেন । সম্প্রতি, সেরকমই একটি ভিডিও ভাইরাল (Tiger Viral Video) হয়েছে । যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের ।
ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলঘেরা রাস্তায় দাঁড়িয়ে একটি বাস । সামনেই জঙ্গলে ছিল বাঘটি । আর তারপরেই দুঃসাহসিক কাজ করে দেখালেন বাস চালক । খাবারের প্রলোভন দেখিয়ে কাছে ডাকলেন বাঘটিকে (Man feeds a Tiger) । আর বাঘও সঙ্গে সঙ্গে ঝাপিয়ে পড়ল খোলা জানলার কাঁচে । তারপর সেখান দিয়েই বাঘটির মুখে এক টুকরো মাংস দিলেন ওই ব্যক্তি । তারপর অবশ্য বাঘটিকে তাড়িয়ে সঙ্গে সঙ্গে বাসের জানলাও বন্ধ করে দেন তিনি ।
আরও পড়ুন, Iceland volcanic Eruption: বিমানবন্দরের একটু দূরেই অগ্ন্যুৎপাত, ভাইরাল হল আইসল্যান্ডের ভিডিও
নেটমাধ্যমে এই ভিডিও মুহূর্তে ভাইরাল (Tiger Viral Video) হয়ে যায় । নেটিজেনরা ওই বাস চালকে তাঁর সাহসের জন্য বাহবা দিয়েছেন ।