ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম। তার আগেই দক্ষিণের একাধিক জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এরমধ্যেই, প্রবল বৃষ্টিতে শহরের রাস্তায় দেখা মিলল কুমিরের। এই কুমিরের ভিডিয়ো নিমেষে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
একজন এক্স হ্যান্ডেলে এই ভিডিয়ো শেয়ার করে দাবি করেছেন, চেন্নাই শহরের পেরুঙ্গালাথুর এলাকায় কুমিরটিকে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে যাওয়ার আগে কুমিরটি রাস্তায় হামাগুড়ি দিচ্ছে। যদিও, ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
Mizoram Assembly Election Result : গণনার শুরুতেই এগিয়ে লালডুহোমার দল, এখনও খাতা খোলেনি বিজেপি
উল্লেখ্য, মঙ্গলবার ঘূর্ণিঝড়ের প্রভাব এড়াতে বন্ধ থাকবে দক্ষিণের চার জেলার স্কুল-কলেজ অফিস। উত্তর-উপকূলীয় তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালেও লাল সতর্কতা জারি করা হয়েছে। অঞ্চলটি অতিভারী বৃষ্টিতে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। চেন্নাই থেকে তেত্রিশটি ফ্লাইটও সোমবার কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখতে এবং গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।