দিনের বেলা । রাস্তায় লোকজন ভর্তি । এরকম সময় হঠাৎ এক মহিলাকে মারধর (Woman Lawyer beaten in Karnataka) করতে শুরু করেন এক ব্যক্তি । প্রথমে কিল, চড়, তারপর পেটে লাথি । আর সেই দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখল সবাই । ওই মহিলাকে বাঁচাতে এগিয়ে এলেন না কেউই । ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka News) বাগালকোটের বিনায়ক নগর এলাকায় । এই ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় । অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ।
ওই মহিলার নাম সংগীতা । তিনি পেশায় আইনজীবী । অভিযুক্ত ব্যক্তি মহন্তেশ তাঁরই প্রতিবেশী বলে জানা গিয়েছে । ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মহিলাকে একাধিকবার চড় মারে মহন্তেশ । এমনকী, মহিলার বুকে ও পেটে লাথি মারে । একটা সময় টুল তুলে আত্মরক্ষার চেষ্টা করেন । কিন্তু, ব্যর্থ হন । আর আশ্চর্যের বিষয়, পুরো দৃশ্যটা চুপচাপ দাঁড়িয়ে দেখে গেল প্রত্যক্ষদর্শীরা । কেউ মহিলাকে বাঁচাতে এগিয়ে এল না । মুহূর্তের মধ্যেই এই ভিডিও ভাইরাল হয়ে যায় ।
ভিডিওটি পুলিশের নজরেও আসে । সেই সূত্র ধরে মহন্তেশকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত আক্রোশ থেকে মহিলার উপর হামলা চালিয়েছে অভিযুক্ত। অতীতেও নাকি দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল । কোনও একটি মামলায় সঙ্গীতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছে মহন্তেশ ।