পাঁচ রাজ্যের নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে শুক্রবার। ৭ নভেম্বর ছত্তিশগড়ের ২০ আসনের ভোট গ্রহণ হয়েছে। আজ সেখানকার বাকি ৭০ আসনে এবং মধ্যপ্রদেশের ২৩০টি আসনে ভোট হচ্ছে। দুটি রাজ্যেই লড়াই চলছে জোড় কদমে। একদিকে ছত্তিশগড়ে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় আসার চেষ্টা অন্যদিকে মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখার প্রচেষ্টায় বিজেপি। সামনের বছরেই লোকসভা নির্বাচন। তারআগে এই পাঁচ রাজ্যের নির্বাচন বিজেপির কাছে একপ্রকার অ্য়াসিড টেস্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সকাল থেকেই দুটি রাজ্যে ভোটারদের উদ্দীপনা চোখে পড়ার মতো। ভোটারদের লম্বা লাইন প্রতিটি বুথের সামনে। বড় কোনও গোলমালের খবর নেই। প্রতিটি বুথেই কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।