অযোধ্যায় রামমন্দিরে রাম বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা। সোমবার সেই বহু প্রতীক্ষিত দিন। শনিবারই অনেক ভিআইপি অতিথিরা অযোধ্যায় পৌঁছে গিয়েছেন। রবিবার পৌঁছবেন বাকি তারকারা। মোট ৮০০০ অতিথি সাক্ষী থাকবেন রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। দিনভর একাধিক কর্মসূচি থাকবে প্রধানমন্ত্রীরও। কী কী অনুষ্ঠান হবে এদিন।
শনিবার রাত থেকেই আলোয় সেজে উঠেছে অযোধ্যা। অকাল দীপোৎসব শুরু হয়েছে। রঙিন আলপনায় সেজে উঠেছে রাস্তাঘাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন শিল্পীরা। সাধু-সন্তরাও অযোধ্যায় আসতে শুরু করেছেন। সোমবার উদ্বোধন হলেও মঙ্গলবার সাধারণ দর্শনার্থীদের জন্য খুলবে অযোধ্যার রামমন্দির।
অযোধ্যা শহর জুড়ে অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। উত্তরপ্রদেশের পুলিশের এটিএসের কমান্ডো বাহিনী মোতায়েন থাকবে মন্দির চত্বরে। ভিআইপি অতিথিদের সুরক্ষার জন্য নজরদারি করবে ড্রোন। থাকবে স্নাইপার। উচ্চপদস্থ পুলিশ কর্তারাও ডিউটিতে থাকবেন।
সকাল সাড়ে ১০টায় অযোধ্যায় যাবেন প্রধানমন্ত্রী। দিল্লি থেকে হেলিকপ্টারে অযোধ্যা আসবেন। ১০টা ৫৫ মিনিটে মন্দিরে প্রবেশ করবেন। ১২টা ০৫ মিনিটে উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে। পাঁচ মিনিট প্রাণ প্রতিষ্ঠার রীতি। অনুষ্ঠান চলবে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত। ১টায় অযোধ্যায় জনসভা করবেন তিনি। ২টোয় জনসভা শেষ হবে। ২টো ১০ মিনিটে কুবের টিলায় শিবমন্দির দর্শন করবেন প্রধানমন্ত্রী।