বন্দে ভারতের পর এবার বাংলার বুকে ছুটবে সবুজ ট্রেন। রেল মন্ত্রক সূত্রে খবর, বুধবার সংসদে বাজেট অধিবেশনে এই ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আগামী ডিসেম্বর থেকেই দেশের বিভিন্ন জায়গায় হাইড্রোজেন ট্রেন চলবে। সেই তালিকায় নাম রয়েছে বাংলারও। শুধু নতুন ধরনের এই ট্রেনই নয়, একগুচ্ছ পরিকল্পনা উঠে আসতে পারে নির্মলার বাজেট বক্তৃতায়। রেল মন্ত্রক সূত্রের দাবি, এ বার রেলের যে সব পরিকল্পনার কথা ঘোষণা হতে পারে তাতে সবচেয়ে বেশি গুরুত্ব পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগান। চিন ও জার্মানিতে চলে এই হাইড্রোজেন ট্রেন। তৃতীয় দেশ হিসাবে নাম উঠবে ভারতের। আগেই টুইট করে একথা জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এই হাইড্রোজেন চালিত ট্রেনটির গতি হতে পারে ঘন্টায় ১৬০ কিমি। ভারতের এই ট্রেনে থাকতে পারে অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি। প্রতিটি কামরায় ৫জি ইন্টারনেট পরিষেবা(5G Internet Service) থাকবে।
এছাড়া ট্রেনটিতে রয়েছে আরও এক বিশেষ ব্যবস্থা। ট্রেন নির্মাণকারী সংস্থা ‘অ্যালস্টম’-এর দাবি, এই দূষণহীন ট্রেন ‘করাডিয়া ইলিন্ট’ জ্বালানি ছাড়াই ছুটতে পারবে ৬০০ কিলোমিটার। উল্লেখ্য, ট্রেনটি সর্বপ্রথম চালু হয় জার্মানিতে(Green Train in Germany)। পরবর্তীতে চিনে পরিষেবা দিতে শুরু করে এই 'সবুজ' ট্রেন(China Green Train)। চিনের ট্রেনটি ‘ফাক্সিং হাই-স্পিড প্ল্যাটফর্ম’ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।