Air turbulence : মাঝ আকাশে ঝড়ের কবলে অন্ডালগামী বিমান, দেখুন ভিতরের সেই হাড়হিম করা ছবি

Updated : May 02, 2022 12:11
|
Editorji News Desk

রবিবার সন্ধ্যা । মুম্বই থেকে অন্ডালগামী বিমানে (Aircraft) তখন কেউ হয়তো গান শুনছেন, কেউ খাচ্ছেন, কেউ বই পড়ছেন । হঠাৎই ঝাঁকুনি । দুলে উঠল বিমান । ভয়, আতঙ্কে তখন কাঁপছেন যাত্রীরা । কিন্তু, বাড়তেই থাকে ঝাঁকুনি । বিমানের মধ্যে সব ওলট-পালট হয়ে যায় । মাঝ আকাশে ঝড়ের কবলে পড়া অন্ডালগামী বিমানের ভিতরের (Air Turbulance) সেই হাড়হিম করা দৃশ্য সামনে এসছে । যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা ।

বিমানের ভিতরের ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব জিনিসপত্র । খাবারের প্যাকেট পড়ে রয়েছে চারিদিকে । অক্সিজেন মাস্কগুলি পড়ে রয়েছে । যাত্রী আসনের উপরে রাখা লাগেজগুলি যাত্রীদের মাথার উপর পড়ছে । আতঙ্কে চিৎকার করছেন যাত্রীরা । যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি editorji বাংলা । 

আরও পড়ুন, Air turbulence: মাঝ আকাশে ঝড়ের কবলে বিমান, তথ্য দাবি, এক ধাক্কায় নেমে ছিল ৪ হাজার মিটার
 

জানা গিয়েছে, বিমানে যাত্রী ছিল ১৮৫ জন । তাদের মধ্যে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন । তাদের মধ্যে অনেকের মাথায় চোট লেগেছে, সেলাই পড়েছে । অনেকের মেরুদণ্ডে গভীর চোট লেগেছে । স্পাইসজেটের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্গাপুরে বিমান অবতরণের সঙ্গে সঙ্গে আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দুটি হাসপাতালে এখন ভর্তি রয়েছেন ১০ জন । প্রত্যেকের মাথাতেই আঘাত লেগেছে বলে সূত্রের খবর । ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে DGCA ।

এক যাত্রী জানিয়েছেন, বিমান অবতরণের আগে, তিনবার ঝাঁকুনি হয় । তার তীব্রতা এতটাই বেশি ছিল যে, বেল্ট ছিঁড়ে যায় । সামনের দিকে হুমড়ি খেয়ে পড়েন সবাই । ফলে আহত হন অনেকে ।

মুম্বই থেকে অন্ডাল বিমানবন্দরে ফিরছিল স্পাইসজেটের এই বিমান । সোমবার ৭টা ২৫ মিনিট নাগাদ বিমানটি অন্ডাল বিমানবন্দরে (Andal airport) অবতরণের কথা ছিল । কিন্তু মাঝ আকাশে ঝড়ের কবলে (Air turbulence) পড়ে বিমানটি । দমকা হাওয়ার ধাক্কায় কেঁপে ওঠে বিমানটি।

air turbulenceflight Aircraft

Recommended For You

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর