এয়ার ইন্ডিয়ার বিমানের (Air India flight) ওভারহেড বিন থেকে জল গড়িয়ে পড়ছে। আর সেখানেই নিশ্চিন্তে ঘুমাচ্ছেন যাত্রীরা। কেউ আবার শুয়ে রয়েছেন। যে ভিডিয়ো দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজনরা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
সাধারণত কম সময়ে আরামদায়ক যাত্রার জন্যই বেশি টাকা খরচ করে বিমানে যাতায়াত করেন সকলে। অথচ সেই বিমানেই কি না চরম অব্যবস্থার ছবি ধরা পড়ল। যদিও জল পড়ার আসল কারণ জানা যায়নি।
আরও পড়ুন - কার দখলে থাকবে তেলাঙ্গানার ক্ষমতা? ১১৯ আসনে চলছে ভোটগ্রহণ
এই ভিডিয়োটি শেয়ার করেছেন বোল্ডউইনার নামে একজন ব্যক্তি। ক্যাপশনে লিখেছেন, এটি এয়ার ইন্ডিয়ার বিমান এখানে ভ্রমণ করার অভিজ্ঞতা অত্যন্ত নিম্নমানের। এই ভিডিয়ো দেখে নেট নাগরিকদের বক্তব্য, এটি হয়তো প্রযুক্তিগত কোনও ত্রুটি। অনেকে আবার ভিডিয়ো দেখে রেগেও গিয়েছেন