প্রবল বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি দিল্লিতে। বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সেখানে। ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনার জল। শেষ পাওয়া খবর অনুযায়ী জলস্তর ২০৭.১৮ মিটারে পৌঁছেছে। সূত্রের খবর, গত ১০ বছরে যমুনার জলস্তর এতটা বেড়েছে। পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যমুনার জল বাড়ায় নিচু এলাকায় জলমগ্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আশপাশের বাসিন্দাদের অন্যত্র যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, যমুনার জলস্তর প্রতি মুহূর্তে বাড়ছে। ফলে একাধিক এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের তরফে একাধিক উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।
জানা গিয়েছে, উত্তর ভারতে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে। ফলে পাহাড়ি এলাকা থেকে সেই জল নেমে এসেছে। সেকারণেই দিল্লি ও সংলগ্ন এলাকায় বন্যা আশঙ্কা রয়েছে। তবে বুধবার থেকে পরিস্থিতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকলেও হালকা বৃষ্টি হবে। ইতিমধ্যে রাজধানীতে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যাও পাঁচ।