প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অন্যতম মূল আকর্ষণ হল দেশ সামরিক ভাবে কতটা শক্তিশালী হল, তা দেশের নাগরিকদের প্রদর্শন। সারা বছর সাধারণ মানুষ যার নাগাল পায় না, এই একটা দিন রাজধানীর রাজপথজুড়ে প্রদর্শিত হয় দেশের যাবতীয় সামরিক অস্ত্র শস্ত্র।
৭৩ তম প্রজাতন্ত্র দিবসে কী কী থাকছে মূল দ্রষ্টব্য, চোখ বুলিয়ে নেওয়া যাক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ডিআরডিও-র দেওয়া তালিকায়।
যাতে রয়েছে
তেজাস- লাইট কমব্যাট এয়ারক্র্যাফট।
তেজাসের জন্যই দেশে তৈরি অ্যাডভান্সড ওয়েপন এবং ইডব্লিউ স্যুট
এইএসএ (অ্যাডভান্সড ইলেক্ট্রনিকালি স্ক্যান্ড অ্যারে) র্যাডার- উত্তম
টারা (ট্যাক্টিকাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন)
রাড্রাম-১ (নিউ জেনারেশন অ্যান্টি রেডিয়েশন মিশাইল)
স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন (এসএএডব্লিউ)
অ্যাডভান্সড সেলফ প্রোটেকশন্ড জ্যামার (এএসপিজে)
গৌরব - লং রেঞ্জ গ্লাইড বম্ব (এলআরজিবি)
আরো পড়ুন, প্রজাতন্ত্র দিবসে জেনে নেওয়া যাক ভারতীয় সংবিধান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ, অজানা তথ্য