বড়সড় স্বস্তির খবর। সারা দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি হবে বেশি। এমনই খবর দিল মৌসম ভবন। IMD-র দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে স্বাভাবিকের তুলনায় ৬ শতাংশ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশজুড়ে।
অতিরিক্ত বৃষ্টি
আবহাওয়াবিদদের অনেকেই আশঙ্কা করেছিলেন বর্ষার আগে থাবা বসাতে পারে এল নিনো। তবে বর্ষার আগে এমন পরিস্থিতির কথা খুব একটা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এবছর ১০৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গায় যে সমান বৃষ্টি হবে এমন নিশ্চয়তা নেই। কোথাও অতিবৃষ্টি আবার কোথাও অনাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। এমনকি দক্ষিণবঙ্গেও বিভিন্ন জেলায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কিছু এলাকায় অনাবৃষ্টির সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।