বীরভূমের (Birbhum) রামপুরহাটের (Rampurhat) বগটুই-কাণ্ড ঘিরে উত্তেজনার আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সম্প্রতি অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যপালের অপসারণ দাবি করেছিলেন তৃণমূল সংসদীয় দলের প্রতিনিধিরা। দিনকয়েকের মধ্যেই সোমবার দুপুরে অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন জগদীপ ধনখড়।
রাজ্যপাল এবং শাহের মধ্যে কী নিয়ে বৈঠক, তা জানা যায়নি। কোনও তরফেই বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। রাজ্যপালের সরকারি টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, 'পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন।'