পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হলেন ডক্টর সি ভি আনন্দ বোস। বর্তমানে মেঘালয় সরকারের পরামর্শদাতা হিসেবে কাজ করছেন তিনি।
রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় বর্তমানে দেশের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর অস্থায়ী রাজ্যপালের পদে নিযুক্ত করা হয় লা গণেশনকে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এবার রাজ্যের স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন ড. সিভি আনন্দ বোস। নরেন্দ্র মোদীর ম্যান অফ আইডিয়া হিসেবে পরিচিত ড. সিভি আনন্দ বোস। তাঁর ভাবনায় কেন্দ্রীয় সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তৈরি করেছে। দেশে সবার জন্য পাকা বাড়ির ভাবনাও তাঁর মস্তিষ্কপ্রসূত।
ড. সিভি আনন্দ বোস অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। তাঁর জন্ম কেরালার কোট্টায়ামে। জওহরলাল নেহরু ফেলোশিপ, রাষ্ট্রসঙ্ঘের গ্লোবাল বেস্ট প্র্যাকটিস, সিঙ্গাপুর সরকারের পুরস্কার আছে তাঁর ঝুলিতে। ইংরেজি, মালায়ালাম ও হিন্দিতে মোট ৩২টি বইও লিখেছেন তিনি।