গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ। এর মধ্যে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আজ, সোমবার দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী দিন তিনেক ঝড়জল হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের (South Bengal weather) ক্ষেত্রে আগামী তিন দিন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে না। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া ও আংশিক মেঘলা থাকবে আকাশ।
তবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ, সোমবার, সেখানে বৃষ্টি হতে পারে। ১৩ তারিখ মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৪ তারিখ আবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার- এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলায় তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে। পশ্চিমের জেলাগুলোতে যেমন রয়েছে, তেমন থাকবে। ঝড়বৃষ্টি কিছুটা স্বস্তি দিল জলপাইগুড়ি, শিলিগুড়িকে। কাল দাপটে শহর ঢেকে যায় কালো মেঘে।
রবিবার ঝড়জলের কারণে জলপাইগুড়ির বিভিন্ন অংশে জল জমে গিয়েছিল। অনেক জায়গায় বৃষ্টি থামার পর অনেক জায়গায় জম নেমে যায়। তবে বেশ কিছু জায়গায় জল জমেছিল। এর জেরে অসুবিধা হয় যানবাহন চলাচলের।