তিনি ভাল আছেন। চণ্ডীগড় বিমানবন্দরে ঘটনার পর ভক্তদের এই বার্তা দিলেন অভিনেত্রী ও সদ্য সাংসদ নির্বাচিত হওয়া কঙ্গনা রানাওয়াত। এদিন বিকেলে চণ্ডীগড় বিমানবন্দরে তাঁকে চড়া মারার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর এক মহিলা জওয়ানের বিরুদ্ধে। পরে ভিডিও বার্তায় কঙ্গনা জানিয়েছেন, সিকিউরিটি চেকের সময় তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে। বিজেপি নেত্রীর দাবি, প্রথমে তাঁকে গালিগালাজ করা হয়, তারপর চড় মারেন ওই মহিলা জওয়ান।
২০২১ সালে কৃষক আন্দোলন নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। দেশের বাইরে থেকেও কৃষকদের এই আন্দোলনের পাশে ছিলেন অনেকে। কিন্তু প্রথম থেকেই এই আন্দোলনের বিপক্ষে ছিলেন কঙ্গনা। এমনকি আন্দোলনরত কৃষকদের 'খলিস্তানি', 'সন্ত্রাসবাদী' বলেও তোপ দেগেছিলে অভিনেত্রী।
বৃহস্পতিবার তারই খেসারত দিতে হল কঙ্গনা রানাওয়াতকে। কৃষক আন্দোলনের বিরোধিতার কারণে অভিনেত্রীর উপর ক্ষোভ ছিল পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ওই মহিলা সিআইএসএফ জওয়ানের। এদিন অভিনেত্রীকে দেখেই ওই রাগের বসে সপাটে চড় কষান তিনি।