বারংবার ভোটের ডিউটিতে না যাওয়ার জন্য আবেদন জানানোর পরেও, ডিউটি দেওয়া হয়েছে। এর জেরে বিরাট অঘটন ঘটালেন বীরভূম জেলা পুলিশের এক মহিলা কর্মী। ফেসবুক লাইভ এসে হাত কাটেন তিনি। অভিযোগ তাঁর মায়ের শারীরিক অবস্থা ভাল না, এছাড়াও একাধিক কারণ দেখিয়ে তিনি ডিউটিতে না যাওয়ার আবেদন জানিয়েছিলেন।
তবুও তাঁর ইন্দাসে ডিউটি পড়েছিল বলে জানা যায়। এর প্রতিবাদেই এদিন মহিলা ফেসবুকে লাইভ এসে হাত কাটেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও জেলা পুলিসের অন্দরের খবর যে, ওই পুলিস কর্মীর ডিউটি বদল করা হয়েছিল।