বাতিল হচ্ছে ২০০০ টাকার নোট। আগামী ৩০ সেপ্টেম্বরই এই নোট বদল করার শেষ তারিখ। এরপর আর বৈধ থাকবে না ২০০০ টাকার নোট। ইতিমধ্যেই ২০০০ টাকার নোট ছাপানো ও সার্কুলেশন বন্ধ হয়ে গিয়েছে। কেন্দ্রের ঘোষণার পরই, গত ২৩ মে থেকে ব্যাঙ্কে নোট বদল ও জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
Indo Canada Relation: কানাডায় বাড়ছে ভারত বিরোধী কার্যকলাপ, প্রবাসীদের সতর্ক করে বিবৃতি কেন্দ্রের
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী, ব্যাঙ্কে কোনও গ্রাহক দৈনিক সর্বাধিক ২০০০০ টাকা অর্থাৎ ২ হাজার টাকার ১০টি নোট বদল করতে পারবেন । তবে এক্ষেত্রে ব্যাঙ্কে অবশ্যই কেওয়াইসি আপডেট থাকতে হবে। আপনি সেভিং অ্যাকাউন্ট বা জন ধন অ্যাকাউন্টে ২০০০ টাকার নোট জমা দিতে পারেন।
৩০ সেপ্টেম্বরের মধ্যে যদি কেউ নোট বদল করতে না পারেন? তবে তাঁকে রিজার্ভ ব্যাঙ্ককে অবশ্যই জানাতে হবে ডেডলাইনের মধ্যে নোট বদল করতে না পারার উপযুক্ত কারণ।