দ্বাদশ শ্রেণির পর্ষদের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আর কলেজে ভর্তি হবে না, সম্প্রতি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন জানিয়েছে, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট-এর ভিত্তিতে কলেজে ভর্তি নিতে হবে।
দেখে নেওয়া যাক, এই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আসলে কী?
পরীক্ষার জন্য অ্যাপলাই করার প্রক্রিয়া শুরু হবে এপ্রিলে
পরীক্ষা হবে চলতি বছরের জুলাইতে
পরীক্ষার চারটি বিভাগ থাকবে। সেকশন ১এ, সেকশন ১ বি, জেনেরাল টেস্ট এবং ডোমেইন স্পেসিফিক বিষয়
সেকশন ১এ বাধ্যতামূলক সকলের জন্য। ১৩ টি ভাষার মধ্যে পরীক্ষার্থীকে তাঁর পছন্দের ভাষা বেছে নিতে হবে।
ইংরেজি, হিন্দি, অসমিয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু এবং ঊর্দু ভাষার মধ্যে যেকোনো একটি ভাষা বেছে নিতে হবে।
সেকশন ১ বি অপশনাল। সেকশন ১এ বিভাগে একটি ভাষা বেছে নেওয়ার পরেও অন্য আরেকটি ভাষা বাছতে হলে তবেই সেকশন ১ বি নেওয়া যেতে পারে।
ডোমেইন স্পেসিফিক বিষয়ে স্নাতক স্তরে সর্বোচ্চ ৬ টি বিষয় বাছা যেতে পারে
দুটো অর্ধে বা শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফটে একটি ভাষা, দুটি বিষয় এবং একটি জেনেরাল টেস্ট হবে
দ্বিতীয় শিফটে বাকি চারটে বিষয় এবং সেকশন ১ বি-র ভাষার ওপর পরীক্ষা হবে
সংরক্ষণ ব্যবস্থার ওপর কোনও প্রভাব পড়বে না
তবে ইউজিসি চেয়ার পার্সন এম জগদীশ কুমার অবশ্য জানিয়েছেন কমন এন্ট্রান্স টেস্টের সঙ্গে দ্বাদশের নম্বরের ভিত্তিতে ভর্তি করার স্বাধীনতা সংশ্লিষ্ট কলেজের থাকবে।
কমন ইউনিভার্সিটি টেস্ট চালু করার পেছনে যুক্তি হিসেবে ইউজিসি জানিয়েছে বিভিন্ন পর্ষদে বিভিন্ন রকম মূল্যায়ন পদ্ধতির কারণে কলেজে ভর্তি হতে যে সমস্যা হয়, তা এক্ষেত্রে কমবে।