গত কয়েকদিন ধরেই সংসদের বাইরে বিরোধীদের হাতিয়ার ছিল আদানি। এবার তা সংসদের ভিতরে চলে এল। মঙ্গলবার লোকসভার অধিবেশনের মধ্যেই বিরোধী বেঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শিল্পপতি গৌতম আদানির একটি ছবি তুলে ধরলেন কংগ্রেস নেতা ও ওয়াইনাডের সাংসদ রাহুল গান্ধী। শাসক বেঞ্চের দিকে তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শিল্পপতি গৌতম আদানির সম্পর্ক ঠিক কি ? কার জন্য এবং কেন অন্যের ব্যবসায় নাক গলান আদানি ? এদিন সংসদে রাহুলের দাবি, তাঁর ভারত জড়ো যাত্রায় একটিই নাম বারে বারে শুনেছেন, আর তা হল আদানি। যদিও এই ব্যাপারে রাহুলকে কোনও জবাব দেয়নি সরকরা পক্ষ।
এদিন অধিবেশনেব মাঝেই বিরোধী বেঞ্চ থেকে মোদী এবং আদানির ছবি হাতে উঠে দাঁড়াল রাহুল গান্ধী। প্রশ্ন করেন, কী ভাবে প্রতিটি ব্যবসায় আদানিরা ঢুকে যান এবং প্রতিটিতেই ওই শিল্পগোষ্ঠী সফল হয় ? লোকসভায় এদিন তিনি জানান, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত তাঁর ভারত জড়ো যাত্রাকে একটাই নাম বারবার শুনেছেন। আর তা হল আদানি। রাহুল দাবি, এই শিল্পপতিকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে প্রধানমন্ত্রীকে।
যদিও এই ইস্যুতে নিজেদের অবস্থানেই অনড় শাসক বিজেপি। এই ব্যাপারে তাদের পরিস্কার বার্তা, আদানি গোষ্ঠীকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা সংশ্লিষ্ট সংস্থা-কেন্দ্রিক। এর সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং শেয়ার বাজারের ওঠানামার কোনও সম্পর্ক নেই।