প্রায় ৩৭ লাখের কাছাকাছি ভারতীয়র অ্যাকাউন্ট ব্যান করেছে হোয়াটঅ্যাপ (Whatsapp) । গতবছরের ডিসেম্বরের হিসেব অন্তত তাই বলেছে । হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে,গত ১ ডিসেম্বর এবং ৩১ডিসেম্বর ২০২২-এর মধ্যে প্রায় ৩৬,৭৭০০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান (Whatsapp Ban) করা হয়েছে । যার মধ্যে ১৩,৮৯০০০ অ্যাকাউন্ট কোনও গ্রাহকের অভিযোগ পাওয়ার আগেই সক্রিয় ভাবে নিষিদ্ধ হয়েছে ।
হোয়াটসঅ্যাপের অপব্যবহারের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে । সাধারণত, গ্রাহকদের অভিযোগ ও নিজেদের প্ল্যাটফর্মের শর্তাবলী লঙ্ঘিত হলে অ্যাকাউন্ট ব্যান করে সংস্থা । এবারও সেই অভিযোগের ভিত্তিতেই এতগুলি অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে ।
আরও পড়ুন, Gautam Adani: কেন FPO ছাড়ার প্রক্রিয়া স্থগিত, ভিডিয়ো পোস্ট করে কারণ জানালেন শিল্পপতি গৌতম আদানি
জানা গিয়েছে, ভারতীয় অ্যাকাউন্টগুলি সনাক্ত করতে, ফোন নম্বরের আগে দেশের কোড (+91) এর সাহায্য নেয় । উল্লেখ্য, ভারতে ৪০০ মিলিয়নেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছে ।