কোভিড আতঙ্ক এখনই পুরোপুরি যায়নি। এরই মাঝে ভয় ধরাচ্ছে নতুন এক ভাইরাস। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, নতুন রোগের নাম হতে পারে ডিজিস এক্স (Disease X)। যা আগামী দিনে মহামারীর চেহারা নিতে পারে।
কী নিয়ে আলোচনা?
সোমবার থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বৈঠক। সুইৎজারল্যান্ডের দাভোসে ওই বৈঠক চলছে। সেখানেই নয়া এই ভাইরাস নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমনকি রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন তৈরির প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।
Read More- ফ্ল্যাট প্রতারণা মামলা, সাংসদ নুসরত জাহানকে আদালতে হাজিরার নির্দেশ
WHO-এর কী পদক্ষেপ?
এদিকে WHO বিশেষজ্ঞরাও এই ভাইরাস দমনে পদক্ষেপ নেওয়ারও বার্তা দেবেন বলে জানা গিয়েছে। কীভাবে রোগ প্রতিরোধ করা যায় এবং আগাম কী কী ব্যবস্থা নেওয়া হবে সেনিয়েও বৈঠকে আলোচনা হবে।